হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

ওষুধ কিনুন দেখে শুনে

ডা. মুনতাসীর মারুফ

উপশমের জন্য সঠিক চিকিৎসকের পরামর্শমতো নির্দিষ্ট মাত্রায় ওষুধ সেবন করতে হয়–তা সবাই জানি। এ কারণে রোগের উপসর্গের ভিত্তিতে চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসক যেমন আমরা খুঁজি, তেমনি সেই চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাত্রা ও পরিমাণে, নির্দিষ্ট দিন পর্যন্ত ওষুধ সেবন করি আমরা। তবে, ওষুধের ইতিবাচক ফল পেতে হলে এসবের বাইরে আরও একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে। তা হচ্ছে ওষুধ কেনা।

চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধের দোকান বা ফার্মেসি থেকে কেনার সময় কিছু বিষয় মনে রাখা দরকার। তার একটি হচ্ছে, ব্যবস্থাপত্রে উল্লিখিত ওষুধের সঙ্গে কেনা ওষুধের নামের মিল যাচাই করা। কিছু ক্ষেত্রে দেখা যায়, দুটি ভিন্ন জেনেরিক গ্রুপের এবং ভিন্ন রোগের জন্য কার্যকর ওষুধের ব্র্যান্ড বা ওষুধ কোম্পানি নির্ধারিত নামের উচ্চারণ প্রায় একই রকম। কিন্তু বানানে একটি বা দুটি অক্ষর হয়তো এদিক-ওদিক থাকে। আবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ওষুধের নামের সঙ্গে মিল রেখে অসৎ উদ্দেশ্যে নিজেদের ওষুধের নামকরণ করে অনেক নিম্নমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। সে ক্ষেত্রে বানানে এক-দুটি অক্ষরের হেরফের হতে দেখা যায়। কিন্তু উচ্চারণ প্রায় একই রকম থাকে। এসব ক্ষেত্রে বানান না মিলিয়ে কিনলে প্রয়োজনীয় ওষুধের পরিবর্তে ভুল অথবা নিম্নমানের ওষুধ সেবন করা হয়ে যেতে পারে। এর ফলে রোগ ভালো না হয়ে উল্টো ভুল ওষুধ সেবনজনিত অন্য শারীরিক সমস্যাও হতে দেখা যায়।

আমাদের দেশে অনেক ওষুধের দোকানেই বিক্রেতা হচ্ছেন অনভিজ্ঞ ও অদক্ষ ব্যক্তি। ফার্মেসি বা ওষুধসংক্রান্ত বিষয় তো দূরের কথা, সাধারণ শিক্ষাব্যবস্থার কোনো মাইলফলকই অতিক্রম না করা ব্যক্তিরাও কোনো তত্ত্বাবধান ছাড়াই ওষুধ বিক্রি করছে। প্রশিক্ষণবিহীন শিশু-কিশোরেরাও ওষুধ বিক্রি করছে, দেশে এ চিত্রও বিরল নয়। ফলে, ব্যবস্থাপত্রে লেখা এক, আর অজ্ঞ বিক্রেতা ধরিয়ে দিচ্ছে অন্য ওষুধ–এমন ঘটনা ঘটে হরহামেশাই। ফলে ওষুধের নাম মিলিয়ে ওষুধ কিনুন। কিছু ওষুধের গুণগত মান বজায় রাখার জন্য ফ্রিজে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তা না হলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এ রকম ওষুধের মধ্যে রয়েছে মলদ্বারে ব্যবহৃত জ্বরের বা ব্যথার ওষুধ ইত্যাদি। এ ধরনের ওষুধ কেনার আগে তা সঠিক তাপমাত্রায় যথাযথভাবে ফ্রিজে সংরক্ষিত ছিল কি না, তা যাচাই করে নেওয়া উচিত।

এ ছাড়াও, ওষুধ কেনার সময় এর মেয়াদ সম্পর্কে নিশ্চিত হতে হবে। ওষুধের মোড়ক বা বোতলের গায়ে এর উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগ সারাতে কার্যকরী নয়; বরং এতে উল্টো ক্ষতিও হতে পারে। যেসব ওষুধের মোড়ক বা বোতলের গায়ে মেয়াদ লেখা নেই, সেসব ওষুধ কেনা যাবে না।

লেখক: সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা

দাঁত সুরক্ষায় ভুল ধারণা এবং সঠিক পরিচর্যা

কোন খাবার ফ্রিজে রাখবেন না

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন

চোখ ভালো রাখতে: নতুন বছরে শুরু করুন এই অভ্যাসগুলো

ফুড পয়জনিং হলে কী করবেন, কী করবেন না

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ