হোম > স্বাস্থ্য

ওষুধ খাওয়ার কথা মনে করাবে অ্যাপ

কুহেলী রহমান

ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়া লোকের সংখ্যা নেহাত কম নয়। বহু মানুষ আছেন, যাঁদের রোগ নিরাময়ের জন্য সারা দিনে একাধিকবার ওষুধ খেতে হয়। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে ভুলে যান। এখন থেকে ওষুধ খাওয়ার কথা আর ভুলবেন না। বলা ভালো, আপনার স্মার্টফোন ভুলতে দেবে না।

তিদিন যে ওষুধ খান, তার সবকটিই মনে রাখতে পারবেন এবং সময়মতো সেটি খাওয়ার রিমাইন্ডারও পেয়ে যাবেন। 

এই সুবিধা আনছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তাদের স্মার্টফোনে পাওয়া যাবে হেলথ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীদের প্রতিদিন খেতে হয় এমন ওষুধের নাম, খাওয়ার সময়, পরিমাণসহ বিভিন্ন তথ্য সেখানে ঠিকমতো বসিয়ে দিতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে অ্যাপটি জানিয়ে দেবে—যে ওষুধ খাচ্ছেন, তা ওই রোগের জন্য সঠিক কি না, এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি। এ ছাড়া আপনার চিকিৎসকের পরামর্শের দরকার কি না, তা-ও বলে দেবে এই অ্যাপ। 

স্যামসাং জানিয়েছে, ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৮.০ বা তার বেশি হলেই সুবিধাটি পাওয়া যাবে। স্যামসাং হেলথ অ্যাপ ভার্সন ৬.২৬ বা তার বেশি ব্যবহার করতে হবে সুবিধা পাওয়ার জন্য। তবে জানা গেছে, মোবাইল ফোনের ভার্সনের ওপর নির্ভর করবে এই মেডিসিন ফিচার। নতুন আপডেটের মাধ্যমে আগামী দিনে সব স্যামসাং মোবাইল ফোনে পাওয়া যেতে পারে এটি। এর জন্য অবশ্যই স্যামসাং হেলথ ফিচারটি আপডেট করে রাখতে হবে। 

তথ্যসূত্র: নিউজ১৮

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা