হোম > স্বাস্থ্য

অনলাইনেই বিএসএমএমইউ বহির্বিভাগের টিকিট, চালু হলো ওয়েবসাইট

রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় তিনি বলেন, এই কার্যক্রম শুরু হওয়ায় সেবা পেতে সকালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (বিএসএমএমইউ ডট ইডিইউ ডট বিডি) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন। একযোগে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। আপাতত প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে। 

অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়গুলো হলো—সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট; সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট; সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ২৯ মিনিট এবং বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২৯ মিনিট। 

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি। মেট্রোরেল চালু আরও দুই হাজার রোগী বাড়বে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, রোগীদের চাপ ততই বাড়বে। এ জন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার।’

উপাচার্য এ সময় জানান, দেশে প্রথমবারের মতো এক কিশোরের শরীরে তার মায়ের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট। এতে নেতৃত্ব দিয়েছেন ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। কিডনি দাতা মায়ের বয়স ৪৫ বছর এবং সন্তানের বয়স ১৭ বছর। বর্তমানে দু’জনেই সুস্থ আছেন। 

একই দিনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরিবাগে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’