হোম > স্বাস্থ্য

এইচআইভি রোগীর দেহে ৯ মাসে করোনার ২১ বার মিউটেশন: গবেষণা

এইচআইভি এইডসে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার একজন নারীর দেহে নয় মাসে ২১ বার মিউটেশন বা রূপান্তর হয়েছে করোনাভাইরাস। একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গবেষণাটি করেছে দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোশ ও কোয়াজুলু-নাটাল ইউনিভার্সিটির গবেষকেরা। তবে গবেষণাটির এখনো পিয়ার রিভিউ হয়নি। 
গবেষণায় বলা হয়, ২২ বছরে এইচআইভি এইডসে আক্রান্ত ওই নারী করোনার বেটা ধরনে সংক্রমিত হয়েছিলেন। এ থেকে বোঝা যায়, কারও দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা কম হলে করোনার নতুন রূপের বিকাশ ঘটতে পারে। যেমন এইচআইভি আক্রান্ত ওই নারীর ক্ষেত্রে হয়েছে। 

গবেষকেরা বলছেন, এইচআইভির আক্রান্ত ওই রোগীর দেহে করোনভাইরাসটি স্পাইক প্রোটিনে কমপক্ষে ১০ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। আর অন্যান্য ক্ষেত্রে ১১ বার রূপান্তর বা মিউটেশন ঘটেছে। এর মধ্যে কিছু পরিবর্তন ওমিক্রন ও ল্যাম্বডা ধরনেও দেখা যায়। আর কিছু রূপান্তর ভাইরাসকে অ্যান্টিবডি ভাঙতে সহায়তা করে। 

গবেষণাটি এখনো অনুসিদ্ধান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে উল্লেখ করে গবেষকেরা বলছেন, এই গবেষণা করোনার নতুন রূপের উত্থানের একটি সম্ভাব্য পথ বর্ণনা করে। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এইচআইভির চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে। 

দক্ষিণ আফ্রিকার ছয় কোটি মানুষের ৮২ লাখই এইচআইভি এইডসে আক্রান্ত। আর এই ভাইরাসটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা