হোম > ফ্যাক্টচেক > দেশ

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

ফ্যাক্টচেক ডেস্ক  

দেশে ফিলিং স্টেশনে এক তরুণীর এক যুবকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

দেশে ফিলিং স্টেশনে এক তরুণী এক যুবকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।

১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ফিলিং স্টেশনে একজন যুবক এক বৃদ্ধ ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটি করছেন। পাশেই আরও পাঁচ থেকে ছয়জন যুবক এবং একজন তরুণী দাঁড়িয়ে আছেন। এমন সময় বোরকা পরা আরেকজন নারী অপর প্রান্ত থেকে আসছিলেন। একপর্যায়ে যুবকটি বৃদ্ধকে ধাক্কা দেন এবং পরে বৃদ্ধ ও তরুণীও তাঁকে ধাক্কা দেন। এরপর তরুণী দ্রুত পাম্পে দাঁড়ানো একটি গাড়ির দিকে চলে যান। আরেকজন যুবক এসে বৃদ্ধকে বোঝানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই তরুণীটি গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র এনে সেই যুবকের বুকে তাক করেন। পরে পাশে থাকা বোরকা পরা নরী ও আরেকজন যুবক এসে সেই তরুণীকে ফেরান। পরে তরুণীটি আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়িতে চলে যান।

‘NEPO 71’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৮ জুন রাত ১১টা ২৩ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘সন্তান হলে এমন হও। হোক সে মেয়ে বা ছেলে। মনে রাখবেন, পুরুষরা একবার ই মরে, কাপুরুষরা বারবার মরে।’ (বানান অপরিবর্তিত) ক্যাপশনের হ্যাশট্যাগে ইংরেজিতে বাংলাদেশের ঘটনা উল্লেখ করা আছে।

আজ সোমবার (২৩ জুন) বেলা ১টা পর্যন্ত ভিডিওটি ৮৪ হাজারবার দেখা হয়েছে এবং ২৫৭টি রিঅ্যাকশন পড়েছে। এতে সাতটি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৬৩ বার।

RS HridayAyman Hossain Tanvir নামের ফেসবুক অ্যাকাউন্ট ও Cluster 24 নামের ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি ১৬ জুন প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ফিলিং স্টেশন, বৃদ্ধ, যুবক, তরুণী ও আশপাশের মানুষের মিল রয়েছে।

দেশে ফিলিং স্টেশনে এক তরুণীর একজন যুবকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করার দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

শিরোনাম থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের হরদই শহরে একটি সিএনজি ফিলিং স্টেশনের পরিচারককে একজন নারী আগ্নেয়াস্ত্র তাক করেন।

একই সার্চে ভারতের জাতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমসের ওয়েবসাইটে ১৬ জুনে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়।

ভারতের জাতীয় দৈনিক দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ১৫ জুন ভারতের উত্তর প্রদেশের হরদই জেলার বিলগ্রাম সিএনজি স্টেশনে শাহেদাবাদের বাসিন্দা আরিবা খান (২১), তাঁর বাবা এহসান খান, মা হুসনে বানু গাড়ির জ্বালানি ভরতে সিএনজি স্টেশনে যান। জ্বালানি ভরার সময় ফিলিং স্টেশনের পরিচারক রজনীশ কুমার নিরাপত্তার স্বার্থে তাঁদের গাড়ি থেকে নামতে বলেন। তবে তাঁরা আপত্তি করেন। এরপর তাঁদের সঙ্গে রজনীশ কুমারের তর্ক শুরু হয়। একপর্যায়ে রজনীশ কুমারের দিকে আরিবা খান আগ্নেয়াস্ত্র তাক করেন। এরপর তাঁকে তাঁর মা টেনে গাড়িতে নিয়ে যান। এই ঘটনায় পরিচারক রজনীশ কুমার, আরিবা খান, এহসান খান ও হুসনে বানুর বিরুদ্ধে বিলগ্রাম পুলিশ স্টেশনে অভিযোগ করেন।

টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ১৭ জুনে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ঘটনায় হরদই জেলার এসপি নীরজ জাদৌনের মন্তব্য পাওয়া যায়। তিনি জানান, আরিবা খানের হাতের আগ্নেয়াস্ত্রটি এহসান খানের নামে লাইসেন্স করা। আগ্নেয়াস্ত্রটি ২৫টি কার্তুজসহ জব্দ করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছেন।

একই তথ্যে ও দৃশ্যে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, টাইমস নাউ, ইন্ডিয়া টুডেসহ একাধিক সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সুতরাং, ফিলিং স্টেশনে এক তরুণীর এক যুবকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ১৫ জুন ভারতের উত্তর প্রদেশের হরদই জেলার বিলগ্রাম সিএনজি স্টেশনের পরিচারককে তর্কের আরিবা খান নামের এক তরুণী আগ্নেয়াস্ত্র তাক করেন। সেই ঘটনারই দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগানের এই ভিডিওর সম্পর্ক নেই