হোম > পরিবেশ

শিল্প খাতে পানি ব্যবহারে মাশুল আরোপের চিন্তা: পরিবেশ উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: আজকের পত্রিকা

শিল্প খাতে পানি ব্যবহারের ওপর সারচার্জ (মাশুল) আরোপ ও পুনর্ব্যবহারে প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ লক্ষ্যে শিল্প খাতে পানির ব্যবহার অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হতে পারে।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস আয়োজিত ‘সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম (এসএএফ) ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ পানিসমৃদ্ধ হলেও শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যা সৃষ্টি করছে। এ অবস্থায় শিল্প খাতের পানি ব্যবহারের ওপর চার্জ নির্ধারণ এবং পুনর্ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এসএএফের অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও আন্তর্জাতিক অংশীদারদের একত্র হয়ে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।

রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ সরকার জার্মান অংশীদারদের সহযোগিতায় ‘কেমিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল’ চূড়ান্ত করার কাজ করছে। এর মাধ্যমে শিল্পকারখানায় পরিবেশ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি মানসম্মত নিয়ম চালু করা হবে।

বাংলাদেশের পোশাক খাতকে সস্তা শ্রমনির্ভর হিসেবে দেখার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সাসটেইনেবিলিটি নিয়ে কথা বললে সস্তা শ্রম শব্দটি আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এটি উৎপাদক ও ভোক্তার যৌথ দায়িত্ব।’

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা