হোম > পরিবেশ

ইন্টারনেটে সাড়া ফেলল এক লাফে নদী পার হওয়া সুন্দরবনের বাঘ

চিড়িয়াখানা কিংবা সংরক্ষিত অঞ্চলের বাইরে বনের মাঝে বাঘের দেখা পাওয়া একটি বিরল ঘটনাই বটে। অনেকের কাছে এটি এমন একটি অভিজ্ঞতা, যা কেবল জীবনে একবারই ঘটে। কিন্তু সেই দেখাটি যদি হয় এমন—লাফ দিয়ে নদী পার হচ্ছে একটি বাঘ! তবে সেই অভিজ্ঞতাকে আর কিসের সঙ্গে তুলনা চলে?

সুন্দরবনে এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতীয় রেল কর্মকর্তা অনন্ত রুপানাগুডি। শখের বশে তিনি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিও করে থাকেন। ফলে যা হওয়ার তাই হলো—বাঘের এক লাফে নদী পার হওয়ার মতো দুষ্প্রাপ্য ঘটনাটি ধরা পড়ল অনন্তের ক্যামেরায়।

নিজের এক্স অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি ইন্টারনেটেও শেয়ার করেছেন অনন্ত। বিরল এই দৃশ্যটি কারও চোখ এড়িয়ে যায়নি। বাঘটির বীরত্ব তো বটেই দুঃসাহসী ফটোগ্রাফারেরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে ঝোপের আড়াল একটি নদীর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে বিশাল আকারের সেই বাঘ। কয়েক সেকেন্ডের মধ্যেই নদীর পারের শেষ কিনারায় দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটির অবতারণা করল বাঘটি। এক লাফে নদীটাই পার হয়ে গেল!

ভিডিওটি শেয়ার করে অনন্ত লিখেছেন, ‘সুন্দরবনে জায়গায় দাঁড়ানো অবস্থা থেকে ২০ ফুটেরও বেশি দীর্ঘ এক লাফ—জীবনে একবারই এমন দৃশ্য দেখা সম্ভব!’

অনন্তের সেই ভিডিও ফুটেজটি কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রামেও শেয়ার করেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হার্শেল মালভাঙ্কার। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন ৬০ লাখের বেশি মানুষ। অনেকে এতে লাইক-কমেন্টও করেছেন।

ইনস্টাগ্রাম পোস্টটিতে ভিডিও ধারণের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাঘেরা নিজেদের কাজে খুব মনোযোগী এবং সাধারণত একা একাই শিকার করে বেড়ায়। সে শুধু জঙ্গলের রাজাই নয়, বিড়াল গোত্রের মধ্যে সে সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ।’

আরেকজন লিখেছেন, জীবনে এমন বিরল দৃশ্য তিনি আর দেখেননি।

কেউ কেউ দুই পায়ের ওপর ভর করে ১৫০ থেকে ২০০ কেজি ওজনের শরীরটাকে এতটা শূন্যের ওপর ভেসে যাওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল