হোম > পরিবেশ

প্রচণ্ড গরমে ঈদে বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিবেদক

নানা কারণে মানুষ ২০২৪ সালকে ভবিষ্যতে সবচেয়ে শীতলতম বছর হিসেবে মনে রাখতে পারেন। ছবি: এএফপি

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে সারা দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে, তাতে আগামী এক সপ্তাহ সারা দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সময় হিটওয়েভ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে তাপমাত্রা বেশি থাকবে।

তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে রংপুর ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ বলেই জানান এই আবহাওয়াবিদ।

এ ছাড়া যশোর ও সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এ দিন যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল