হোম > পরিবেশ

অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লুর হানা

অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে পাখিদের মধ্যে প্রথমবারের মতো বার্ড ফ্লুর একটি বিধ্বংসী ধরন (এইচ৫ এন ১ সাব টাইপ) হানা দিয়েছে। ভাইরাসটির জের ধরে রীতিমতো উজাড় হওয়ার ঝুঁকিতে পড়েছে মহাদেশটির দক্ষিণাঞ্চলের পেঙ্গুইনের বিশাল বসতি। বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্র ‘স্পেনস হায়ার কাউন্সিল ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন (সিএসআইসি)’ গত রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার প্রিমাভেরা এলাকায় অবস্থিত এই গবেষণাকেন্দ্রের কার্যালয়ের কাছাকাছি সামুদ্রিক পাখি স্কুয়ারের বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখেন সিএসআইসির বিজ্ঞানীরা। পরে পরীক্ষা করে জানা যায়, পাখিগুলোর মৃত্যুর কারণ বার্ড ফ্লু।

বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত যত ভাইরাসের অস্তিত্ব বর্তমানে দেখা যায়, সেসবের মধ্যে অন্যতম মারাত্মক বলে বিবেচনা করা হয় এইচ৫এন১ ধরনটিকে। সিএসআইসি আরও জানায়, অ্যান্টার্কটিক বেস প্রিমাভেরার কাছে মৃত স্কুয়া সামুদ্রিক পাখির নমুনায় ভাইরাসটির উপস্থিতি গত শনিবার নিশ্চিত করেছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা। 

অ্যান্টার্কটিক উপদ্বীপে ভাইরাসটির সংক্রমণের পর অ্যান্টার্কটিক অঞ্চলে এর অস্তিত্ব পাওয়া গেল। এর ফলে অঞ্চলটির পেঙ্গুইন উপনিবেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে এ ভাইরাসের প্রভাবে ব্যাপকভাবে পাখির সংখ্যা কমেছে। 

সিএসআইসি জানায়, নমুনা বিশ্লেষণে চূড়ান্তভাবে দেখা গেছে, পাখিগুলো বার্ড ফ্লুর ওই উপধরনে সংক্রমিত হয়েছিল। এদের মধ্যে অন্তত একটি মৃত পাখির মধ্যে প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে। 

আর্জেন্টিনার অ্যান্টার্কটিক ইনস্টিটিউট গত সোমবার জানায়, আর্জেন্টিনার ঘাঁটির কাছে পাওয়া মৃত পাখির নমুনা পরীক্ষা জন্য স্প্যানিশ গবেষকদের সঙ্গে কাজ করেছেন তাঁরা।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’