হোম > পরিবেশ

দেশের প্রথম জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক থিয়েটারের যাত্রা শুরু

রাজধানীর উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অ্যাক্ট-বাংলাদেশের উব্দোধনী অনুষ্ঠান। ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক থিয়েটার সংস্থা ‘অ্যাক্ট-বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকার উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারফর্মও আর্টসকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাক্ট-বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে পারফর্মও আর্টসের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসথার ফেরি-কেনিংটন (ভার্চ্যুয়ালি, চেয়ার এবং কো-ফাউন্ডার, ল্যানক্যাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি, যুক্তরাজ্য, রবিন লায়ন্স, কো-আর্টিস্টিক ডিরেক্টর, এরগন থিয়েটার কোম্পানি, যুক্তরাজ্য, ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, শাহমান মৈশান, সহযোগী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ,  ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া অনুষ্ঠানে ক্লাইমেট থিয়েটার: ‘ড্রট ইন দ্য ফেইট অফ ফারমার’ পরিবেশিত হয়। নাটকটি রচনা করেছেন নজরুল সৈয়দ, নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক, নৃত্য পরিচালনা করেছেন বন্ধন সাহা, পরিবেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অ্যাক্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “থিয়েটারের মানুষের আবেগকে জাগিয়ে তোলার, উপলব্ধিকে চ্যালেঞ্জ করার এবং কর্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। অ্যাক্ট বাংলাদেশের মাধ্যমে, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব গুলিকে দেখায় না বরং জনসাধারণকে একটি টেকসই আগামীর দিকে কল্পনা ও কাজ করার ক্ষমতাও দেয়।”

অ্যাক্ট বাংলাদেশের বৈশ্বিক গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন অংশীদার যুক্তরাজ্যের ‘ল্যাঙ্কাশায়ার আর্টস নেটওয়ার্ক ফর ডেভেলপিং সাসটেইনেবিলিটি (ল্যান্ডস) ’ এবং ‘এরগন থিয়েটার’, প্রাতিষ্ঠানিক অংশীদার ‘নাট্যকলা বিভাগ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক অংশীদার ‘হেলথ সিকিউরিটি ফাউন্ডেশন, কারিগরি অংশীদার ‘বাইটকুইল’।

’অ্যাক্ট-বাংলাদেশ’ হচ্ছে বাংলাদেশের প্রথম ক্লাইমেট কেন্দ্রিক থিয়েটার সংস্থা। একটি টেকসই আগামী নির্মাণ করতে এই সংস্থা ক্লাইমেট থিয়েটার, ক্লাইমেট ওয়ার্কশপ, ক্লাইমেট রিসার্চ, এবং ক্লাইমেট ও হেলথ নিয়ে কাজ করছে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করণে ক্রমাগত সচেতনতা, কর্ম-পন্থা ও পলিসি নির্মাণের ক্ষেত্রে জোরদার অনুঘটক হিসেবে কাজ করবে এই ’অ্যাক্ট-বাংলাদেশ’।

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা