হোম > পরিবেশ

‘বিশ্ব ধরিত্রী দিবস’ উপলক্ষে রাজধানীতে পরিবেশকর্মীদের সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমনা পার্কে পরিবেশ সচেতনতায় প্রচার চালান পরিবেশকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিশ্ব ধরিত্রী দিবসে প্লাস্টিক দূষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে পরিবেশ নিয়ে কাজ করা যুব সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে এ কর্মসূচি আয়োজিত হয়।

পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধি ও সমাজের প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানে পরিবেশকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আলোচনায় ভিএফইর প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রতিটি মানুষকে ছুঁয়ে যাচ্ছে। এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার আন্দোলন শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

ফারহান আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ বর্তমানে আমাদের নদী-নালা, বনাঞ্চল এমনকি খাদ্যচক্রেও ঢুকে পড়েছে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লিং এবং সচেতনতার দিকে নজর দিতে হবে।’

জেনজি গ্রুপের প্রতিনিধিত্বকারী স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী আমিমুল ইহসান বলেন, ‘তরুণদের স্কিলফুল হতে হলে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ খুবই জরুরি। নতুন প্রজন্মের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠান শেষে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের (ভিএফই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতার উপস্থিতিতে পরিবেশকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।

ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ঢাকায় আজ ছুটির দিনে আবহাওয়া কেমন থাকবে জানা গেল পূর্বাভাসে

২১ নভেম্বরের পর ভূমিকম্পে কতবার কাঁপল বাংলাদেশ

বায়ুদূষণে দিল্লিকে হারিয়ে শীর্ষে ঢাকা, খুব অস্বাস্থ্যকর বাতাসে যা করতে হবে

ঢাকার তাপমাত্রা আজও ১৭ ডিগ্রির ঘরে

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, দিনাজপুরে তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা, দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণ পল্লবীর

ঢাকার তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস

বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প, উৎপত্তি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে

রাজধানীর বাতাসে বাড়ছে দূষণ, সবচেয়ে খারাপ অবস্থা ইস্টার্ন হাউজিংয়ে