বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ, পাহাড় কর্তন ও জলাধার ভরাট রোধসহ পরিবেশ সুশাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নতুন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৪-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্বের অংশ অগ্রাধিকার নির্ধারণ ও যথাযথ উদ্যোগ গ্রহণকল্পে ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং কৃষিজমি রক্ষার্থে সরকারি নির্মাণে ১০০ শতাংশ ব্লক ব্যবহারে সংশোধিত রোডম্যাপ অনুমোদন, বায়ুদূষণের প্রতিটি উৎস থেকে তৈরি দূষণ মোকাবিলায় ন্যূনতম একটি করে কার্যক্রম গ্রহণ এবং বায়ুদূষণ রোধে দেশব্যাপী ন্যূনতম ৫০০ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা চালানো হবে।