হোম > পরিবেশ

বাংলাদেশে সৌরশক্তি খাতে কয়েক হাজার চাকরির সুযোগ

ডয়চে ভেলে

২০২৫ সালে বাংলাদেশে জ্বালানির সবচেয়ে কমদামি উৎস হতে যাচ্ছে সৌরশক্তি ৷ এই খাতে দেশে বিনিয়োগও বাড়ছে ৷ তাই সবুজ জ্বালানি খাতে কয়েক হাজার নতুন চাকরি সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে ৷ গবেষণা সংস্থা ব্লুমবার্গএনইএফের ২০২৩ সালের এক প্রতিবেদনে এতথ্য তুলে ধরা হয়েছে। 

ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গতবছর এক প্রতিবেদনে জানায়, নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে ১৩ হাজার ৮০০ চাকরি তৈরি হতে পারে৷ 

বাংলাদেশে এক দশক আগে সৌরশক্তির উৎস বলতে মূলত ছিল সোলার হোম সিস্টেম, যা কম দক্ষ কর্মীরাই স্থাপন করতে পারতেন ৷ এগুলো সাধারণত ভবনের ছাদে স্থাপন করা হয় ৷ তবে বর্তমানে বড় আকারের সোলার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ৷ ১০টি বড় আকারের (ভূমিতে স্থাপিত) সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ৷ এছাড়া সৌরশক্তি থেকে তিন হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে বা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে৷ 

এসব প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী ও টেকনিশিয়ান প্রয়োজন ৷ তাই অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের চাহিদা বাড়ছে ৷ আল-মোস্তফা গ্রুপের সোলার প্রকল্পে ম্যানেজার হিসেবে কর্মরত প্রকৌশলী এসএম ইমরান হাসান থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানান, আগে তাদের চাকরি খুঁজতে হত ৷ আর এখন বিভিন্ন কোম্পানি তাদের খুঁজে নিচ্ছে৷ 

বাংলাদেশের শীর্ষস্থানীয় সোলার এনার্জি কোম্পানি জুলস পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুহার এল খান জানান, তরুণ কর্মীরা যেন প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন নিয়োগদাতারা ৷ ‘‘আমরা সদ্য পাস করা গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছি যেন প্রকৌশল ও কমার্স বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা ক্যারিয়ার গড়তে নবায়নযোগ্য জ্বালানি খাতের কথা বিবেচনা করতে পারে, ' বলেন তিনি৷ 

নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি কোম্পানি এসওএলশেয়ার-এ প্রোডাকশন সুপারভাইজার হিসেবে কাজ করছেন ২৪ বছর বয়সি ফারজানা আক্তার ইশা ৷ তার দলের সবাই নারী ৷ ইশা বলেন, সঠিক দক্ষতা অর্জন করতে পারলে নারীরা যে সৌর খাতে ভূমিকা রাখতে পারে সেটা তারা প্রমাণ করছেন৷ 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস গতমাসে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে যদি শিল্পখাত, বাণিজ্যিক ভবন ও অন্যান্য স্থাপনার ছাদে দুই হাজার মেগাওয়াট সোলার প্যানেল বসানো যায় তাহলে সরকার বছরে পাঁচ হাজার ২৩৬ কোটি থেকে ১০ হাজার ৯৭৭ কোটি টাকা সাশ্রয় করতে পারবে ৷ বর্তমানে এসব স্থাপনার ছাদে বসানো সৌর প্যানেল থেকে ১৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ৷

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ