হোম > পরিবেশ

দুর্যোগপূর্ণ বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বাতাস কেমন

ছবি: সংগৃহীত

বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকা চতুর্থ অবস্থানে। দুর্যোগপূর্ণ অবস্থা নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে ভারত ও ইরাক।
আজ মঙ্গলবার সকাল ৬টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৬০৯। বায়ুদূষণের পরিমাপক অনুযায়ী স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পরিবেশ বলে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোর ৩৯৯, অর্থাৎ সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে।

তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ শহর। আজ সকালে এর দূষণ স্কোর ছিল ১৬০। পরিমাপক অনুযায়ী স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে এই শহরের বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। সে হিসাবে আজও এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।

মূলত বায়ুদূষণ পরিমাপে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ