হোম > পরিবেশ

অতি গরমে বিশ্বজুড়ে বাড়ছে মশা, ডেঙ্গু মহামারিতে রূপ নিচ্ছে কি

বিশ্বজুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। এইডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০২২ সাল পর্যন্ত ২২ বছরে আট গুণ বেড়ে ৪২ লাখে উন্নীত হয়েছে। কিন্তু চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ভাঙতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাতিসংঘের সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতার কারণে উপযোগী পরিবেশ পেয়ে মশার প্রজনন বাড়ছে। এমন পরিস্থিতিতে এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গত জানুয়ারিতে ডব্লিউএইচও সতর্ক করে বলেছিল, ডেঙ্গু সবচেয়ে দ্রতগতিতে ছড়িয়ে পড়া সংক্রামকে রূপ নিচ্ছে এবং এই জ্বর এবার মহামারিতে রূপ নিতে পারে। সেই পর্যায় এখনো না এলেও আশঙ্কা বাড়ছে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগ বিভাগের বিশেষজ্ঞ ড. রমন ভেলাউধন বলেন, ‘বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তদের সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৃষ্টিবহুল ও উষ্ণ অঞ্চলগুলোতে অকল্পনীয় দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত এই রোগ।’

তিনি আরো বলেন, ‘রোগটির বিস্তার রোধ করা না গেলে চলতি বছরই রেকর্ড-সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হবে। অদূর ভবিষ্যতে ডেঙ্গুকে মহামারি ঘোষণা করতে হতে পারে।’

কোনো রোগ এক দেশ থেকে অন্য দেশে ছড়ানোর আশঙ্কা থাকলে এর জন্য ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন মহামারি ঘোষণার বিবেচনায় আসে। সাধারণত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীিঘোষণা করে। রোগের সংক্রমণ কতটা ছড়িয়েছে এবং সেই রোগে কত মানুষ আক্রান্ত বা মৃত্যু ঘটেছে কতজনের—এসব বিবেচনায় মহামারি ঘোষণা করা হয়।

ডেঙ্গু সংক্রমণের বর্তমান ধারা অব্যাহত থাকলে অল্প কিছুদিনের মধ্যে নতুন ৪০ লাখ মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে ড. রমন জানান।

তিনি বলেন, ‘এশিয়ার দেশগুলো হয়তো এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর জন্য তা বড় চ্যালেঞ্জ।’

ডব্লিউএইচও বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অধিকাংশ রোগীর মধ্যে জ্বর, মাংসপেশিতে ব্যথার উপসর্গ প্রকাশ পেয়েছে। অনেকের দেহে কোনো উপসর্গ না থাকলেও প্লাটিলেট কাউন্ট আশঙ্কাজনক পর্যায়ে নেমে গেছে। আক্রান্তদের মধ্যে অন্তত ১ শতাংশ মারা গেছে।

এইডিস নামের যে জাতের মশা এই রোগের প্রধান বাহক হিসেবে কাজ করে, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এই মশার বংশবৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী।

ডা. রমন সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং বাসাবাড়ি, অফিস-আদালতে পানি জমতে না দিলে হয়তো খানিকটা সুরক্ষা মিলবে। কিন্তু এইডিস মশা ও তার প্রজননক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া রোগটি ঠেকানোর কার্যকর কোনো পন্থা নেই।’

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৯টি দেশের ৫২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৩০ লাখ মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের। বলিভিয়া, প্যারাগুয়ে ও পেরুতে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি।

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল