হোম > বিনোদন > গান

‘রূপনগরের রানী’ প্রিয়াঙ্কা জামান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রিয়াঙ্কা জামান; ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। লিখেছেন রাসেল কবীর, সুর ও সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। এবার তৈরি হলো গানের ভিডিও। এতে মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। শিগগির গানটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জামান বলেন, ‘আমার মনে হয়েছে, কলি সরকারের রূপনগরের রানী গানটির মিউজিক ভিডিওটি আমার করা অন্যতম সেরা কাজ। এর বেশ কয়েকটি কারণও আছে। কলি সরকারের গান মানেই শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগার। দ্বিতীয়ত, যেহেতু রূপনগরের রানীর ভূমিকায় আমি মডেল হয়েছি, তাই আমাকে যথেষ্ট গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে। আমিও সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। গানটাও সুন্দর। পরিচালক রিজভী অনেক শ্রম দিয়েছেন। সব মিলিয়ে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে।’

প্রিয়াঙ্কা জামান; ছবি: সংগৃহীত

জানা গেছে, সম্প্রতি কামরুল হুদার রচনা ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা। শুটিং হয়েছে সুনামগঞ্জে। ধারাবাহিকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা—মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্দ আসলামের ‘তবুও প্রেম দামী’।

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস