মারা গেছেন কিংবদন্তি মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার। দীর্ঘদিন ক্যানসারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। টিনার অফিশিয়াল ইনস্টাগ্রামে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা টার্নার। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোক করেন, ভুগছিলেন কিডনি জটিলতায়ও।
টিনার দীর্ঘদিনের প্রচার কর্মকর্তা বেরনার্ড ডোহার্টি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে জনপ্রিয় এই তারকার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।