হোম > বিনোদন > গান

কিংবদন্তি মার্কিন পপ তারকা টিনা টার্নারের মৃত্যু

মারা গেছেন কিংবদন্তি মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার। দীর্ঘদিন ক্যানসারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। টিনার অফিশিয়াল ইনস্টাগ্রামে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা টার্নার। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন শারীরিক অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি স্ট্রোক করেন, ভুগছিলেন কিডনি জটিলতায়ও।

টিনার দীর্ঘদিনের প্রচার কর্মকর্তা বেরনার্ড ডোহার্টি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে জনপ্রিয় এই তারকার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

১৯৬০ দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান তিনি। তাদের ‘প্রাউড ম্যারি’, ‘মাউন্টেন হাই’ ও ‘রিভার ডিপ’ গানগুলো তুমুল জনপ্রিয় হয়েছিল। ১৯৭৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় টিনার।

পরে ১৯৮০-এর দশকে একক শিল্পী হিসেবে আরও বেশি সাফল্য পান তিনি। রক ‘অ্যান্ড’ রোলের রানি টিনা টার্নার তাঁর স্টেজ পারফরম্যান্স এবং শক্তিশালী কণ্ঠের জন্য বিখ্যাত ছিলেন।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া টিনা টার্নার মোট আটবার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। ২০২১ সালে রক অ্যান্ড রোলের হল অব ফেমে একক শিল্পী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ