হোম > বিনোদন > গান

প্রধানমন্ত্রীকে নিয়ে পাঁচ গান সুজেয় শ্যামের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুর ও সংগীতে তৈরি হয়েছে পাঁচটি গান। গানের কথা লিখেছেন কবির বকুল।

গানগুলোর মধ্যে ইউসুফ আহমেদ খান গেয়েছেন ‘দুঃস্বপ্নের ঘোর কেটে’, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামান গেয়েছেন ‘বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে’, প্রিয়াংকা গেয়েছেন ‘বাবা বেঁচে থাকলে’, দিনাত জাহান মুন্নী ও হৈমন্তী রক্ষিত গেয়েছেন ‘আপনও মহিমাতে তবুও বাংলাদেশ’ এবং কামাল আহমেদ গেয়েছেন ‘বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি’।

প্রধানমন্ত্রীর জন্মদিনে গানগুলো বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচারিত হবে।

সুজেয় শ্যাম বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গানগুলো করতে পেরেছি, এটা আসলে কতটা ভালো লাগার, তা ভাষায় প্রকাশের নয়। জীবনের এই পর্যায়ে এসে নিজের সৃষ্ট এই সুর নিয়ে ভীষণ গর্ববোধ করছি।’

সুজেয় শ্যাম আরও বলেছেন, ‘যাঁরা গেয়েছেন, তাঁরা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত হয়েছেন। আমি গানগুলো শুনেছি। তাঁরা খুব চমৎকার গেয়েছেন। তাঁদের জন্য আমার আশীর্বাদ রইল। গানের কথাগুলোও বেশ শ্রুতিমধুর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমার শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং দীর্ঘজীবী করুন।’

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম। অসুস্থতা কাটিয়ে উঠে এখন তিনি নিয়মিত গানের সুর করছেন।

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন