উৎসব এলেই নতুন গান নিয়ে সরব উপস্থিতি দেখা যায় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার। এবার ঈদ উৎসবেও নতুন গান নিয়ে আসছেন তিনি। তবে এবার শ্রোতারা ভিন্ন আঙ্গিকে পাবেন কর্নিয়াকে।
প্রথমবার ফোক গান গেয়েছেন এই সংগীতশিল্পী কর্নিয়া। ‘হুজুগ’ শিরোনামে গানটির কথা লিখেছেন মাহবুব রহমান এবং গানটির সুর করেছেন মার্সেল। গানটির সংগীতায়োজন করেছেন আলভী আল বিরুনি।
প্রথমবার ফোক গান গাওয়া প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘এই প্রথম ফোক গান গাইলাম। আমার জন্য একেবারেই নতুন ঘরানার গান এটি। গানের কথাগুলো খুব সুন্দর। গানটিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শক-শ্রোতারা। আশা করি সবার ভালো লাগবে।’
ভিডিওসহ গানটি কর্নিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। নিজের ইউটিউব চ্যানেল থেকেই নিয়মিত গান প্রকাশ করছেন কর্নিয়া। গত মাসে প্রকাশ পেয়েছিল ‘তুমি নামের পৃথিবী’ নামের একটি দ্বৈত গান। গানটিতে কর্নিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবর।