সংগীত শিল্পী সোমনূর মনির কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার চলচ্চিত্র সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে আইনজীবী খান জিয়াউর রহমান এই রিট দায়ের করেন।
আইনজীবী জিয়াউর রহমান বলেন, শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় গায়িকা কোনাল। পুরোনো একটি জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’ গানের ব্রিজ লাইন অনুমতি ছাড়া ‘বীর’ সিনেমায় ব্যবহার করা হয়। যা কপিরাইট আইনের লঙ্ঘন।
জিয়াউর রহমান আরও বলেন, এমন গানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে কপিরাইট আইনসহ এর সৃষ্টিকারীকেও ছোট করা হয়েছে। সেই সঙ্গে অন্যের গান অনুমতি ছাড়া ব্যবহারেও উৎসাহিত করা হয়েছে। তাই এই রিট করা হয়েছে।