মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মানাম আহমেদ। এই দলের ‘চাঁদ তারা সূর্য নও তুমি’, ‘ধিকি ধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’, ‘হৃদয়হীনা’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুর তাঁর। ব্যান্ডের গানের বাইরে অন্য শিল্পীদের জন্য সুর, সংগীতায়োজনও করেন তিনি। এবার মানাম আহমেদের সংগীতায়োজনে দেশবরেণ্য ১০ শিল্পীকে নিয়ে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ শিরোনামে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।
অনুষ্ঠানে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষের গান। সেপ্টেম্বর মাস থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি। এর প্রতি পর্বে থাকবে শিল্পীদের সেরা চারটি গান।