হোম > বিনোদন > গান

মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর

মোনালি ঠাকুর। ছবি: সংগৃহীত

মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। গতকাল মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে।

নির্দিষ্ট সময়ে মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর নিশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকেরা তাঁর দেখভাল করেন।

এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস