হোম > বিনোদন > গান

বাপ্পা মজুমদারের বাসায় আগুন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কন্যাসন্তানদের সঙ্গে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন; ছবি: সংগৃহীত

ব্যান্ড দলছুটের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছেন পরিবারের সবাই। বাপ্পা মজুমদার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের বনানীর বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানসহ সবাই সুস্থ আছেন। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাপ্পা মজুমদার জানান, ভোর ৫টার দিকে ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে চারদিক ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বারান্দায় চলে যান বাপ্পা। সেখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ হয় গীতিকার শাহান কবন্ধের সঙ্গে। দ্রুত বাপ্পাদের বাসায় চলে আসেন শাহান, তাঁর সহযোগিতায় স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তানকে নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারত। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। বাসার সবাই এখনো ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন