হোম > বিনোদন > গান

জীবনের কথায় ভালোবাসা দিবসে ফাহিমের গান ‘আদুরে দিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গায়ক ফাহিম ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিবছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। এবারও ভালোবাসা দিবসে নতুন গান উপহার দিচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘আদুরে দিন’। ‘তোর সাথে যাবো বলে, আজ দেখা পাবো বলে, যতো ইচ্ছে খুশি সাজিয়েছি/তুই এসে ছুঁয়ে দিলে, সব ব্যথা ধুয়ে দিলে, দূরে ভেসে যেতে রাজি আছি’—এমন কথায় গানটি লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।

এরই মধ্যে তৈরি হয়েছে আদুরে দিনের মিউজিক ভিডিও। রাজধানীর বিভিন্ন লোকেশনের পাশাপাশি ইনডোরে সেট তৈরি করে হয়েছে গানের শুটিং। মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গীতিকার রবিউল ইসলাম জীবন। ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘ভালোবাসার মানুষকে নিয়ে সবারই নানা স্বপ্ন থাকে। প্রিয় মানুষের উপস্থিতি আর স্পর্শে মনে জাগে আনন্দের শিহরণ। প্রেমিক-প্রেমিকার এমন মিষ্টি অনুভূতি নিয়েই সাজানো হয়েছে গানটি। ভালোবাসা দিবসে আসছে শ্রোতাদের জন্য আমাদের এই বিশেষ উপহার। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

১৪ ফেব্রুয়ারি ইউটিউবের ডেডলাইন মিউজিক চ্যানেলে প্রকাশ করা হবে আদুরে দিন গানটি।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’