হোম > বিনোদন > গান

মায়ের কণ্ঠে মেয়ের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মেয়ে রোদেলার সঙ্গে ন্যান্‌সি। ছবি: সংগৃহীত

গত বছরের শেষ দিকে প্রকাশ পায় রোদেলার একক গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। গানটি প্রকাশের পর প্রশংসিত হয়েছে রোদেলার গায়কি। এবার রোদেলার রাজকুমার গাইলেন তাঁর মা সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি।

গত রোববার প্র্যাকটিস সেশন থেকে ফেসবুক লাইভে এসে রোদেলার গাওয়া রাজকুমার গেয়ে শোনান ন্যান্‌সি। গান শুরুর আগে ন্যান্‌সি বলেন, ‘গত ডিসেম্বরে আমার বড় কন্যা রোদেলার রাজকুমার গানটি প্রকাশ পায়। গানটি শোনার পর এখন কাভার করার চেষ্টা করছি। স্টুডিওতে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি, আমি গাইলেও যেন গানটি সবার ভালো লাগে।’

ন্যান্‌সি আরও বলেন, ‘মেয়ের গান এভাবে আগে কণ্ঠে তুলিনি। এবারের গানটি বেশ অন্য রকম এবং মজার। রাজকুমার গানটি অনেকের প্রিয় হয়ে উঠেছে। তাদের মধ্যে আমিও একজন। আমিও বিভিন্ন অনুষ্ঠানে গানটি গাইব বলে ঠিক করেছি।’

এরপর রাজকুমার গানের কয়েক লাইন লাইভে গেয়ে শোনান ন্যান্‌সি। গান শেষ করে ন্যান্‌সি বলেন, ‘রোদেলা যখন আমার গান গায়, তখন সবাই বলে, মায়ের মতো হয়নি; এখন হয়তো আমাকে বলবে, রোদেলার মতো হয়নি।’

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন