হোম > বিনোদন > গান

মা হারালেন অরিজিৎ সিং

ঢাকা: ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং মারা গেছেন। তিনি করোনায় ভুগে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

অদিতি সিং করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাত ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বৎসর।

জানা গেছে, হাসপাতালে ভেন্টিলেশনে সাপোর্টে ছিলেন অরিজিতের মা। একই সঙ্গে চলছিল তাঁর কিডনি ডায়ালাইসিসও। কিন্তু এতেও লাভ হচ্ছিল না। ধীরে ধীরে তাঁর দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এরপর বুধবার মৃত্যু হয় অদিতি সিংয়ের। যদিও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার (২০ মে) অরিজিৎ সিংয়ের মায়ের মরদেহ মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়।

সপ্তাহ দুয়েক আগে মায়ের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন অরিজিৎ। প্রয়োজন ছিল এ নেগেটিভ গ্রুপের রক্ত। একদিনের মধ্যে রক্ত পাওয়াও যায়। এরপর কোভিড আক্রান্ত হলে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আইসিইউতে নেওয়া হয় অরিজিৎ সিংয়ের মাকে।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’