হোম > বিনোদন > গান

ভেজালের বিরুদ্ধে গানে গানে মিঠুন চক্রের প্রতিবাদ

মিঠুন চক্র। ছবি: সংগৃহীত

খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা স্তরে ছেয়ে গেছে ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজালের কারণে তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্যে ভেজাল নতুন কিছু নয়, বহুকাল আগে থেকে অসাধু ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় এ ধরনের ঘৃণ্য কাজ করছেন। এবার সেই ভেজালের বিরুদ্ধে গান গাইলেন মিঠুন চক্র; গানে গানে জানালেন প্রতিবাদ। গানের শিরোনাম ‘ভেজাল’।

মিঠুন জানান, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সত্তর-আশির দশকে চট্টগ্রামের ভাষায় গানটি লিখেছিলেন শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। নতুন করে ব্যবহৃত র‍্যাপ অংশটুকু লিখেছেন রাকিবুল হাসান রাহুল। মিঠুন চক্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

মিঠুন চক্র বলেন, ‘প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য আমার অধিকার। সেই খাদ্যে ভেজাল করে খাওয়ানো হচ্ছে। মৌলিক চাহিদা কেড়ে নেওয়া হচ্ছে। এই জীবননাশক অন্যায়ের বিরুদ্ধে ৫০ বছর আগে গান লিখে গেছেন চট্টগ্রামের দুই কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। গানে গানে জানিয়ে গেছেন এই অন্যায়ের কথা। সে কথা নতুন করে বলতেই নতুন আয়োজনে গানটি করা।’

নতুন করে ৫০ বছর আগের গানটি উপস্থাপন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘অনেক দিন ধরে খাবারে ভেজাল বিষয়টি আমাকে ভাবাচ্ছিল। চারদিকে এত এত ভেজাল, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। আসলে আমরা সময় নিয়ে ভাবি না। তাই সমসাময়িক সমস্যা নিয়ে গানের সংখ্যা কম। জীবন নিয়ে গান এখন আর হচ্ছে না। এমন সময় গানটির কথা আমাকে নাড়া দিল। ছোট থেকে গানটি শুনেছি। এখনো গানটি সমসাময়িক। প্রকৃত শিল্পীরা সময় নিয়ে ভাবেন। তাই সে সময়ে এমন একটি গান তাঁরা তৈরি করতে পেরেছিলেন। এত বছর পরও গানটি এত জীবন্ত। প্রয়াত হলেও নিজেদের সৃষ্টি গানের মধ্য দিয়ে বেঁচে আছেন তাঁরা।’

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান