হোম > বিনোদন > গান

আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জেমস। ছবি: সংগৃহীত

শীত মানে কনসার্টের ভরা মৌসুম। এবারও কনসার্টে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এবার আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘গালা নাইট কনসার্ট’। আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট দিয়ে শেষ হবে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫।

গালা নাইট শীর্ষক কনসার্টে গান শোনাবে ব্যান্ড নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কনসার্টের তত্ত্বাবধানে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জমজমাট কনসার্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে তারা। চলতি সপ্তাহে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। শিগগির প্রাইমওয়েভ কমিউনিকেশনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে টিকিটের দাম ও প্রাপ্তির স্থান।

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি এনে দিতে নাগরিকদের জন্য ২০২৩ সাল থেকে চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘ফুলের মতন আপনি ফোটাও গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী এই আয়োজন। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। আরও ছিল মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, চলচ্চিত্র প্রদর্শনী, ভায়োলিন শো, পুতুলনাচ ইত্যাদি। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে।

আর্টসেল ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন