ঢাকা: চুপিসারে বিয়ে-পর্ব সেরে ফেললেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। ২৭ বছর বয়সী এ পপস্টার সম্প্রতি বাগদত্তা ডালটন গোমেজকে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের আয়োজন ছিল খুবই ব্যক্তিগত। মাত্র ২০ জনেরও কম লোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন সাময়িকী পিপল জানিয়েছে এ খবর।
বিয়ে হয়েছে আরিয়ানা গ্রান্ডের ক্যালিফোর্নিয়ার বাড়িতেই। তাঁর জীবনসঙ্গী ডালটন পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রেমিক ডালটনের সঙ্গে বাগদান সারেন আরিয়ানা। সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হীরার আংটি দেখিয়েছিলেন সবাইকে।
‘স্টাক উইথ ইউ’, ‘পজিশন’, ‘সেভেন রিং’ এর মতো অসংখ্য জনপ্রিয় গান ভক্তদের উপহার দিয়েছেন আরিয়ানা। একসময় ‘সাটারডে নাইট লাইভ’ খ্যাত কমেডিয়ান প্যাটে ড্যাভিসনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। এনগেজমেন্টও সেরেছিলেন। তবে পাঁচ মাস পর ভেঙে যায় সেই সম্পর্ক।