হোম > বিনোদন > গান

সত্যিই কি সংগীতে বিরতি নিচ্ছেন এ আর রহমান, জবাব দিলেন মেয়ে খাতিজা

এ আর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানুর আলাদা হওয়ার ঘোষণার পর থেকে নেটিজেনদের নানান আলোচনা-সমালোচনা, রটনার চর্চা চলছে। নানা বিকৃত মন্তব্য, গুজব ছড়ানোর প্রতিবাদে আইনি নোটিশও দিয়েছেন রহমান। এরই মধ্যে আবার গুঞ্জন উঠেছে- বিচ্ছেদ ঘোষণার পরই কাজ থেকে বিরতি নিচ্ছেন এই সংগীতজ্ঞ। এ নিয়ে রহমান কিছু না বললেও জবাব দিলেন তাঁর মেয়ে খাতিজা।

হঠাৎই সোশ্যাল মিডিয়ায় রহমানের পোস্ট শেয়ার করে বলা হয়, এ আর রহমান সংগীত জগতের কাজ থেকে এক বছরের বিরতি নিচ্ছেন। তাঁর সুরের জাদু মিস করবেন বলেও চর্চা শুরু করেন নেটিজেনরা।

আবারও এমন গুজবে ক্ষিপ্ত হন খাতিজা। পোস্টটি শেয়ার করে রহমান কন্যা লেখেন, ‘দয়া করে এই ধরনের আজেবাজে গুজব ছড়াবেন না।’

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল তাদের। এরপর দীর্ঘ ২৯ বছর তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন, তিন সন্তানের জন্ম হয়েছে। ধুমধাম করে খাতিজার বিয়ে দিয়েছিলেন সংগীতশিল্পী। ২০ নভেম্বরের শুরুতে রহমান যখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন, ঠিক তার পরই তাঁর সহ-শিল্পী মোহিনী দে বিচ্ছেদ ঘোষণা দেন। দুই ঘটনার যোগসূত্র টেনে নানা রটনা শুরু করেন নেটিজেনরা।

ওই সময় রহমানের বড় মেয়ে রহিমা এসব সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন। তিনি লেখেন, ‘সব সময় মনে রাখবেন- গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।’

সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মোহিনীও তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, রহমান তাঁর বাবার মতো।

রহমান নিজেও আইনি নোটিশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়, রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যাঁরা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন তাঁরা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন, তা না হলে ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’

আলী আজমতের পর এবার স্থগিত হলো জালের কনসার্ট

ব্যান্ড সদস্যদের একক গান করা উচিত নয়

বিয়ে করলেন পূজা

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন— দাবি আসামের মুখ্যমন্ত্রীর