হোম > বিনোদন > গান

মোনালি ঠাকুরের হাসপাতালে ভর্তির খবর সত্য নয়

বিনোদন ডেস্ক

মোনালি ঠাকুর ছবি: সংগৃহীত

মঙ্গলবার কোচবিহারের একটি গানের অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালি ঠাকুর। মাঝপথেই অনুষ্ঠান শেষ করেন। পরে খবর ছড়িয়ে পড়ে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সেদিন রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার দিনভর সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর। তবে আজ বৃহস্পতিবার মোনালি জানালেন হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি সত্য নয়। অসুস্থ হলেও হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে মোনালি লেখেন, ‘প্রিয় মিডিয়া এবং আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলকে বলছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার অনুরোধ করার জন্য এটি লিখছি। আমি পরিষ্কার করতে চাই যে, আমি কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভুগছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা মিথ্যা তথ্য।’

মোনালি জানান ভাইরাল সংক্রমণের কারণে তিনি কনসার্টের দিন অসুস্থবোধ করছিলেন। তিনি লেখেন, ‘ভাইরাল জ্বর হওয়ার পর আমি ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। যার ফলে, আমার অসহ্য সাইনাস এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ করা শুরু করেছিলাম। আমি এখন মুম্বাইয়ে ফিরে এসেছি, চিকিৎসা নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি এবং সুস্থ হয়ে উঠছি। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। দয়া করে এই বিষয়টা নিয়ে আর জল ঘোলা করবেন না! আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে কথা বলার মতো।’

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন