হোম > বিনোদন > গান

সুস্থ হয়ে নতুন গান গাইলেন সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গানের রেকর্ডিং স্টুডিওতে সাবিনা ইয়াসমীন ও আতিয়া আনিসা ছবি: সংগৃহীত

এক বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে ওঠেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রায় ১ ঘণ্টায় ১০টি গান গাওয়ার পর মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিন দিন হাসপাতালে থাকতে হয়েছে গায়িকাকে। এখন অনেকটা সুস্থ সাবিনা ইয়াসমীন। সুস্থ হয়ে নতুন গানের রেকর্ডিংয়ে অংশ নিলেন তিনি।

মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা দেশাত্মবোধক গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। এতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এ প্রজন্মের আরও ১০ শিল্পী। তাঁদের মধ্যে একজন আতিয়া আনিসা। এই প্রথমবার সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাইলেন আতিয়া। সোশ্যাল মিডিয়ায় আতিয়া আনিসা জানান, সাবিনা ইয়াসমীনের সঙ্গে গাইতে পারা তাঁর কাছে স্বপ্নের মতো।

স্টুডিওতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ফেসবুকে আতিয়া লেখেন, ‘আমার জীবনের এক স্মরণীয় দিন। জীবনে প্রথমবার সাবিনা ইয়াসমীন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তাঁর কণ্ঠের জাদু শুনে বড় হয়েছি। সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

সাবিনা ইয়াসমীনের আন্তরিকতায় মুগ্ধ আতিয়া। শিল্পীর সঙ্গে কাটানো সময় জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে জানিয়ে আতিয়া লেখেন, ‘এত বড় একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তাঁর সঙ্গে সময় কাটানো, তাঁর কাছ থেকে শিখতে পারা—এ অভিজ্ঞতা কখনো ভুলব না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস