হোম > বিনোদন > গান

আবার অভিনয়ে জেফার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জেফার রহমান। ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেন সংগীতশিল্পী জেফার রহমান। গত বছর রোজার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এক বছর পর এবারের রোজার ঈদে আবার নতুন কাজে দেখা যাবে জেফারকে। শিহাব শাহীনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয় করেছেন তিনি।

নতুন সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে জেফার বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি। এই সিরিজের গল্প ও আমার চরিত্রটি ঠিক তেমন।’ অভিনয়ের পাশাপাশি সিরিজের ‘বৈয়াম পাখি ২’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

জেফার রহমান। ছবি: সংগৃহীত

দুই বছর আগে মুক্তি পাওয়া মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজে বৈয়াম পাখি গানটি গেয়েছিল সিরিজের নাম ভূমিকায় অভিনয় করা নাসির উদ্দিন খান। এবারও জেফারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয়েছিল মাইশেলফ অ্যালেন স্বপন। রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজের প্রথম সিজন। সেসব রহস্যের জট খুলতে যাচ্ছে এবার। প্রথমবারের মতো এবারও এই সিরিজে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ। রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন