হোম > বিনোদন > গান

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত সনু নিগম

স্ত্রী ও ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সনু নিগম নিজেই এমনটি জানিয়েছেন।

ওই পোস্টে সনু বলেছেন, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইয়ে আছেন। একটি শোয়ের শুটিংয়ে তাঁর ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারবেন না।

সোনু নিগম আরও বলেন, এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে সবে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। ছবির জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের জন্যও খুব খারাপ লাগছে। কারণ, গত দুটো বছর ধরে চলছে এই করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমা হল। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমা হল বন্ধ হচ্ছে। তার পরও আশা করছি সবকিছু ফের একদিন ঠিক হয়ে যাবে।

ভিডিওর শেষে সোনু নিগম জানান, তিনি একাই নন, তাঁর সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মধুরিমা, ছেলে নিভানও।

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব