হোম > বিনোদন > গান

পূজার গান গাইলেন তাঁরা

এবার পূজায় প্রকাশিত হয়েছে বৈচিত্র্যময় গান। বাংলাদেশ ও ভারতের ১০ শিল্পী এক হয়ে গেয়েছেন ‘জয় দুর্গা মা’। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। গানটি প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। নিজের ইউটিউব চ্যানেলে সমরজিৎ রায় প্রকাশ করেছেন দুটি গান। ‘শরৎ প্রভাতে’ ও ‘পুজোর ঢাক’ শিরোনামের দুটি গানের সংগীত পরিচালকও তিনি। একটি গানে তাঁর সহশিল্পী প্রিয়াংকা গোপ ও অন্যটিতে পুণম প্রিয়াম।

ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছেন সন্দীপন, সুমন কল্যাণ ও মৌমিতা। তাঁদের ‘জয় মা’ শিরোনামের একটি ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করেছে জি সিরিজ। সার্বিক পরিকল্পনা ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

নয় বছরের সংগীতজীবনে এই প্রথম পূজার গান গাইলেন তরুণ সংগীতশিল্পী কর্নিয়া। ‘জয় দুর্গা মা-এর জয়’ শিরোনামের এই গানে আরও কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত, স্বপ্নিল সজীব ও বিপ্লব সাহা। বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। প্রথমবার পূজার গান গাইলেন সিঁথি সাহাও। ‘গড়েছি মা’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ‘আসছে মা দুর্গা’ শিরোনামের গান। উত্তমকুমার রায় গেয়েছেন ‘জাগো মা’।

পূজা উপলক্ষে তিনটি করে গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি ও জয়।

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস