হোম > বিনোদন > গান

বাড়ি ফিরেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের স্বাস্থ্যের কথা জানালেন তিনি। কয়েক দিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার নিজের স্বাস্থ্যের খবর নিজেই জানালেন সংগীতশিল্পী।

ভিডিওতে অজয় চক্রবর্তী বলেন, ‘আমি ভালো আছি। সুস্থ আছি। নানা খবর ছড়িয়েছে আমার অসুস্থতা নিয়ে। আপনারাও একটু বিভ্রান্ত। আমি এখনো হাসপাতালে ভর্তি রয়েছি নাকি, তা নয়। আমি বাড়িতেই রয়েছি।’

তিনি আরও বলেন, ‘যে কোনও মানুষেরই শরীর থাকলে মাঝেমধ্যে শরীর খারাপ হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে, চিকিৎসকের কাছে যেতে হয়। নিয়মিত চেক আপ করানোর জন্যও হাসপাতালে যেতে হয়। আপনারা অনেকেই আমাকে নিয়ে চিন্তিত আছেন। আপনারা যে আমার কথা ভাবেন, তার জন্য আমি ধন্য। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ৩১ মার্চ। একটি অনুষ্ঠানে গান করব আমি। দীর্ঘদিন পরে।’

পণ্ডিত অজয় চক্রবর্তী আরও জানিয়েছেন, বাংলা গানের এই অনুষ্ঠানটা একেবারে অন্য সুরে বাঁধা। বেশ কিছু বাংলা গান দিয়ে তালিকা সাজানো হয়েছে। শুভমিতাও সংগীত পরিবেশন করবে। গায়ক-পুত্রও কিছু গানের আয়োজন করেছেন। থাকবে অজয় চক্রবর্তীর একক একক সংগীতও। পুরোনো গানকেই নতুন করে আবার সকলের কাছে আনার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি সংগীতশিল্পী উস্তাদ রশিদ খানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তীর সুস্থতার খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁর ভক্তরা।

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান