হোম > বিনোদন > গান

শারদীয় উৎসবে গানে ও অনুষ্ঠানে দেবলীনার ব্যস্ততা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেবলীনা সুর। ছবি: সংগৃহীত

গান নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর। দুর্গাপূজা এলে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও। দেবলীনা জানান, এবার দুর্গাপূজাতেও টিভি থেকে শুরু করে পূজামণ্ডপ পর্যন্ত রয়েছে তাঁর ব্যস্ততা। সেই সঙ্গে রয়েছে নিজের নতুন গান প্রকাশ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন দেবলীনা, ‘গৌরী এলো দেখবে চলো’—এমন জিঙ্গেলসহ বিজ্ঞাপনটি দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হবে। এ ছাড়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ শিরোনামের একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে গানের রেকর্ডিং, এখন চলছে মিউজিক ভিডিওর কাজ। পূজার মধ্যে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হবে গানটি।

আজ ২৯ সেপ্টেম্বর এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি থাকবেন দেবলীনা। এ ছাড়া আর টিভিতে গাইবেন ‘এই রাত তোমার আমার’ শিরোনামের গানের অনুষ্ঠানে। আগামী ১ অক্টোবর সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা।

২ অক্টোবর দুটি টিভি চ্যানেলে দেবলীনা থাকবেন সরাসরি গানের অনুষ্ঠানে। সকালে এনটিভির সরাসরি গানের অনুষ্ঠানে গাওয়ার পর রাতে এটিএন বাংলার মিউজিক লাউঞ্জ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। তার আগে, রাত ৮টায় অতিথি হিসেবে অংশ নেবেন একুশে টিভির ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠানে।

দুর্গাপূজার এই ব্যস্ততা নিয়ে দেবলীনা বলেন, ‘উৎসব এলেই ব্যস্ততা বাড়ে। দুর্গাপূজায় সেই ব্যস্ততা আরও বাড়ে। এবারও তেমনটা হয়েছে। তবে, আমি এই ব্যস্ততা উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলেই তৃপ্তিতে ভরে ওঠে মন। যত দিন সম্ভব এই ব্যস্ততা উপভোগ করতে চাই।’

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল