হোম > বিনোদন > গান

চঞ্চল–শাওনের ‘নিশা লাগিল রে’

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন—দুজনের মূল পরিচয় তাঁরা অভিনয়শিল্পী। কিন্তু অভিনয়ের বাইরে গানেও নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। চঞ্চলের কণ্ঠে একাধিক গান এর আগে জনপ্রিয়তা পেয়েছে। শাওনের গানও পছন্দ করেন শ্রোতারা।

এ দুই শিল্পী একসঙ্গে হাজির হয়েছিলেন গত বছর। গেয়েছিলেন ‘যুবতী রাধে’। দুই শিল্পীর পরিবেশনা প্রশংসিত হয়। ইউটিউব ও ফেসবুকে দ্রুতই গানটির ভিউ বাড়তে থাকে। একই সঙ্গে কপিরাইট ইস্যুতে শুরু হয় তর্ক–বিতর্ক।

‘সরলপুর’ ব্যান্ড দাবি করে, গানটি তাদের কপিরাইট করা। আপত্তির মুখে চঞ্চল ও শাওনের কণ্ঠে ধারণকৃত গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় পরিবেশক প্রতিষ্ঠান।

গানটি সরিয়ে ফেলায় খুব কষ্ট পেয়েছিলেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। পৃথক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন সে কথা। তবে প্রথম গানের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবারও এক হয়েছেন তাঁরা। কণ্ঠ দিয়েছেন দ্বৈত গানে। এবারও তাঁদের কণ্ঠে উঠে এসেছে লোকগান। গেয়েছেন হাসন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিল রে’। সংগীত আয়োজনে আছেন পার্থ বড়ুয়া।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘আইপিডিসি আমাদের গান’–এর পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ আগেই গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শাওন। এরই মধ্যে সব কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত।

নতুন এ গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। দুই দিন আগে পার্থ বড়ুয়ার সঙ্গে ফেসবুকে সেলফি পোস্ট করে শাওন জানিয়েছিলেন, নতুন কিছু আসছে। আর চঞ্চল বলেছেন, ‘সর্বতঃ মঙ্গল রাধে বিনোদিনী রাই–এর পর আসছে নতুন গান। এবারের ঈদে। যথারীতি পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে।’ ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে গানটি। শ্রোতাদের জন্য তাই এবার পার্থ বড়ুয়া–চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন ত্রয়ীর ঈদ উপহার ‘নিশা লাগিল রে’।

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান