১১ বছর পর জুলফিকার রাসেলের লেখা গানের সুর করলেন বাপ্পা মজুমদার। গানটি গেয়েছেন টিনা রাসেল। ১২ আগস্ট রাতে বাপ্পার বনানীর স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। গানের প্রথম লাইন ‘কিছু নেই যার তুমি ছাড়া...।’
সম্প্রতি বাপ্পা মজুমদার তাঁর পছন্দের ৮ শিল্পীকে নিয়ে ৮টি গানের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। সেই প্রজেক্টের গান হিসেবেই রেকর্ডিং হলো গানটি। টিনা রাসেল ছাড়াও এই প্রজেক্টের অন্য শিল্পীরা হলেন কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি।
জুলফিকার রাসেলের লেখা বাপ্পা মজুমদারের বেশ কিছু গান জনপ্রিয়
হলেও গত ১১ বছর তাঁরা যৌথ কোনো গান করেননি। এই জুটির একক অনেক গানের পাশাপাশি উল্লেখযোগ্য
কয়েকটি অ্যালবাম হলো ‘একই শহরে’, ‘ইচ্ছে করেই একসাথে’, ‘আবার পথে দেখা হবে’।