হোম > বিনোদন > গান

নতুন গান প্রকাশ করল চিরকুট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চিরকুট ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। সোমবার দুপুরে দলটির ফেসবুক পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গানটি। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। নতুন গান প্রকাশের পাশাপাশি ভাঙনের খবরও শোনা গেল দলটির। ইতিমধ্যেই চিরকুট ছেড়েছেন জাহিদ নিরব। তিনি এবার সময় দিতে চান সলো ক্যারিয়ারে।

ব্যান্ড চিরকুট জানিয়েছে, আগামী মাসেই নতুন অ্যালবাম প্রকাশ করতে চায় তারা। সেই লক্ষ্যেই চলছে গান বাঁধার কাজ। আপাতত অ্যালবামের নাম রাখা হয়েছে ‘পেন্ডুলাম’। তবে নামটি পরিবর্তনও হতে পারে। অ্যালবামে মোট ১০টি গান উপহার দিতে চায় চিরকুট। অ্যালবামের কাজের মাঝেই তারা তৈরি করল নতুন গান ‘জানা হলো না’।

এ প্রসঙ্গে ব্যান্ডপ্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘চিরকুট নিয়মিতই নতুন গান উপহার দেয় শ্রোতাদের। সেই ধারাবাহিকতায় জানা হলো না গানটি করা। এই গানের সঙ্গে নতুন অ্যালবামের কোনো সম্পর্ক নেই। গানটি প্রকাশের পর থেকেই ভক্ত-শুভানুধ্যায়ীদের অনেকে ভালো লাগার কথা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে।’

অন্যদিকে জানা গেল, চিরকুট ছেড়েছেন ব্যান্ডটির গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। অবশেষে শেষ হলো এ ব্যান্ডের সঙ্গে তাঁর ৯ বছরের পথচলা। অনেক দিন ধরেই জাহিদ নিরবের চিরকুট ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাঁকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। খোঁজ নিয়ে জানা যায়, চিরকুটের সঙ্গে আর নেই জাহিদ নিরব। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেও স্বীকার করেছেন সে কথা। তবে কারণ জানতে চাইলে, কোনো মন্তব্য করতে চাননি তিনি।

জাহিদ নিরব। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে সুমি বলেন, ‘পাভেলকে জাহিদ নিরব জানিয়েছে, সে সলো কাজ করতে চায়, মিউজিক নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। একটা মিউজিক স্কুলও তৈরি করতে চায় সে। জাহিদ নিরব মেধাবী মিউজিশিয়ান। সে ব্যান্ড ছেড়ে সলো ক্যারিয়ার গড়তে চায়, তাই আমরাও সাধুবাদ জানিয়েছি। চিরকুট একটা ব্যান্ড। ব্যান্ডের পথচলায় অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন, এটাই স্বাভাবিক।’

কয়েক বছর ধরেই ব্যান্ডের পাশাপাশি সলো ক্যারিয়ার গোছানোর চেষ্টা করেছেন জাহিদ নিরব। বিভিন্ন বিজ্ঞাপন, ওয়েব কনটেন্ট ও সিনেমার মিউজিক করছেন। চিরকুট প্রসঙ্গে কথা না বললেও বর্তমান ব্যস্ততার কথা জানান জাহিদ। জানালেন, বর্তমানে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র মিউজিক করছেন। এ সিরিজের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়া হাতে আছে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ। সম্প্রতি একটি গানের স্কুলের কার্যক্রম শুরু করেছেন তিনি। এই স্কুল নিয়েও বিস্তর পরিকল্পনা আছে তাঁর।

এর আগে প্রতিষ্ঠার ১৪ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে। গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে। ইমন এ নিয়ে কোনো মন্তব্য না করলেও দল ছাড়ার পর পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’