যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যান্ড ‘দ্য আইসলি ব্রাদার্স’ এর সদস্য সংগীতশিল্পী রুডলফ আইসলি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যান্ডের গীতিকার এবং গায়কের ভাই আর্নি জানিয়েছেন, তার ভাই রুডলফ ঘুমের মধ্যে মারা গেছেন।
এদিকে গায়কের আরেক ভাই রোনাল্ড আইসলি এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘আমার অনুভূতি এবং ভাইয়ের প্রতি আমার যে ভালোবাসা রয়েছে, তা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। আমাদের পরিবার তাকে খুব মিস করবে। আমি জানি সে ভালো আছে।’
এ গায়ক ‘হার্ভেস্ট ফর দ্য ওয়ার্ল্ড’, ‘ফাইট দ্য পাওয়ার’ ও ‘শাউট’-এর মতো গান লেখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে গানগুলো এক ধরনের স্থায়ী পার্টি সংগীত। যা লুলুর কভার সংস্করণের মাধ্যমে ইউরোপে হিট হয়ে উঠে।
১৯৫০-এর দশকের শুরুর দিকে গঠিত হয় ‘দ্য আইসলি ব্রাদার্স’ ব্যান্ড। যা পপ সংগীতের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যান্ডগুলোর মধ্যে একটি।