হোম > বিনোদন > গান

প্রেমিক বেনির সঙ্গে বাগদান সারলেন সেলেনা

ছবি: সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

প্রথম ছবিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি স্পষ্ট। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তিনি। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ধরে রেখেছেন ক্যামেরায়।

পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘ফরএভার বিগিনস নাও।’ মন্তব্যে বেনি রসিকতা করে লিখেছেন, ‘ওয়েট...এটা তো আমার স্ত্রী।’

এর আগে গত জুলাইতে নিজের ৩২ তম জন্মদিনে সেলেনা তাঁর প্রেমিক বেনির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। হলুদ পোশাকে সজ্জিত সেলেনা জন্মদিন উদ্‌যাপনের ছবিতে পাম গাছের নিচে বেলুন দিয়ে লেখা ‘হ্যাপি বার্থডে সেলেনা’ শেয়ার করেন। একটি ছবিতে সেলেনার গলায় ছিল বেনির নামাঙ্কিত চেইন, যা ছিল বেবি গোল্ড ব্র্যান্ডের ডায়মন্ড গথিক ওল্ড ইংলিশ ইনিশিয়াল চার্ম। সেলেনা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জীবনের ভালোবাসা।’

ছবি: ইনস্টাগ্রাম

সেলেনা ও বেনির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেলেনা তখন ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বর্তমানে সেলেনা ও বেনি তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সুখী। ভক্তরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’