হোম > বিনোদন > গান

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাব্বির নাসির। ছবি: সংগৃহীত

দুই বছর পর নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম। এআই ভার্সনে গানের ভিডিও বানিয়েছেন আজম বাবু ও রিপন নাগ। সাব্বির নাসিরের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে নতুন এই গান।

নতুন গান নিয়ে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ পেল। জিসান খান শুভর লেখা ও কম্পোজিশনে বিবেক মজুমদার মিউজিক অ্যারেজমেন্ট করেছেন। তাঁদের সঙ্গে দারুণ কাজ করেছেন সালমান জাইম। প্রকাশের পর থেকে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি।’

মাঝে দুই বছর বিরতির প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘দুই বছর পর নতুন গান প্রকাশ হয়েছে; কারণ, মিউজিক ভিডিও করার টাকা ছিল না। আজম বাবু গানটি শোনার পর মুগ্ধ হয়ে এআই মিউজিক ভিডিও করে দেন। সেটা সবাই পছন্দ করছেন।’

জিসান খান শুভ বলেন, ‘গানটি আমার ভীষণ প্রিয়। সুরটা আগে করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো গানটি শেষ করি। সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন। অনেক দিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে।’

মিউজিক ভিডিও নির্মাতা আজম বাবু বলেন, ‘১৯৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম। অনেক সময় নিয়ে গ্রাফিকস অ্যানিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। এ গানের ভিডিওটির জন্য তিন হাজারের মতো ছবি বানানো হয়। সেখান থেকে বাছাই করে ছবি নিয়ে তৈরি হয়েছে ভিডিও।’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস