যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’