হোম > বিনোদন > গান

প্রথমবার বাংলাদেশে পারফর্ম করবেন জনপ্রিয় ডিজে জাই উলফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ডিজে জাই উলফ। ছবি: সংগৃহীত

‘ইন্ডিয়ান সামার’, ‘লাইক ইটস ওভার’, ‘স্টারলাইট’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন জাই উলফ। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।

কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২৬-এ হেডলাইন করবেন ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। ২৯ থেকে ৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে হবে এই উৎসব। বাংলাদেশের মাটিতে তাঁর প্রথম লাইভ শো এই ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকেরা।

আয়োজকেরা জানান, কক্সবাজারের সমুদ্র সৈকতে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের পুরো অভিজ্ঞতাটাই হবে জাদুকরী। বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সঙ্গে এক্সপেরিমেন্টও থাকতে পারে এ আয়োজনে।

জাই উলফের আসল নাম সজীব সাহা। জন্ম রাজশাহীতে। মাত্র এক বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। পাঁচ বছর বয়স থেকে মায়ের আগ্রহে ভায়োলিন শিখতে শুরু করেন। ভারতীয় ধ্রুপদি সংগীতের পাঠও নিয়েছেন। ২০০৮ সালে যখন তিনি হাইস্কুলের ছাত্র, তখন থেকে সংগীত প্রযোজনা শুরু করেন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মার্কেটিং ও কমিউনিকেশন নিয়ে পড়লেও সংগীতকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন জাই উলফ। বেশ কিছু সিঙ্গেল ছাড়াও ২০১৯ সালে ‘দ্য কিউর টু লোনলিনেস’ নামে একটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন জাই উলফ। তবে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তাঁর প্রথম পারফরম্যান্স।

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল