হোম > বিনোদন > গান

আরিফিন শুভর কণ্ঠে এবার র‍্যাপ গান

আগেও গান গেয়েছেন শুভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির ‘সহেনা যাতনা’ গানে শোনা গেছে আরিফিন শুভর কণ্ঠ। ফুয়াদের সংগীত পরিচালনায় গত বছর গেয়েছিলেন ‘মনটা বোঝে না’। গানটি এখনো শুভর ইউটিউব চ্যানেলে আছে। যে কেউ চাইলে যে কোনো সময় শুনে ফেলতে পারেন গায়ক শুভকে।

তবে সোমবার রাতে অভিনেতা যে খবর দিলেন, সেটা গান সম্পর্কিত হলেও ব্যাপারটি শুভর জীবনে এই প্রথম ঘটছে। কী সেটা? এই প্রথম র‍্যাপ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবি মুক্তি উপলক্ষে গানটি গেয়েছেন শুভ।

ছবিটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর। তাই প্রচারণার অংশ হিসেবে গানটি আগেই মুক্তি দেওয়া হবে। আরিফিন শুভ জানালেন, কয়েকদিনের মধ্যেই গানটি শুনতে পাবেন সবাই। এর সংগীত পরিচালনা করেছেন অদিত, আর গানের কথা লিখেছেন হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং। গানের শিরোনাম, ‘কইরা দেখা’।

আরিফিন শুভ বলেন, ‘আমার জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। র‍্যাপের ধরনটাই আলাদা। কেউ ভালো গাইলেই ভালো র‍্যাপ করবে, বিষয়টি এমন নয়। এ র‍্যাপটির জন্য আমি পুরো ক্রেডিট দেব অদিতকে। পাঁচ-ছয়দিন ধরে এক একটা লাইন করে ভয়েস টেক করা হয়েছে। কারণ আমি তো আগে কখনো করিনি এমন কিছু। তবে শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, শ্রোতাদের ভালো লাগবে।’

শুনুন আরিফিন শুভর গাওয়া গান ‘মনটা বোঝে না’

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে