হোম > বিনোদন > গান

ঢাকা চলচ্চিত্র উৎসবে মাজিদ মাজিদির সঙ্গে থাকবেন অঞ্জন দত্ত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী ও চলচ্চিত্রকার অঞ্জন দত্ত। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবের ২২তম আসরে ক্লাস নেওয়ার পাশাপাশি গানও গাইবেন তিনি।

উৎসবে তাঁকে দুটো ভূমিকায় পাওয়া যাবে। প্রথমত, তিনি একটি মাস্টারক্লাস নেবেন। যেটার সঞ্চালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।

এরপর থাকছে কাঙ্ক্ষিত সংগীত পর্ব। শোনাবেন তাঁর বিখ্যাত সব গান। ২৭ জানুয়ারি বিকেল ৫টায় শুরু হবে অঞ্জন দত্তের পর্বটি। পর্বটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে।

এর আগে আরও একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছে ঢাকা উৎসব কর্তৃপক্ষ। তারা জানায়, এবারের আসরে মাস্টারক্লাস নিতে আসবেন বিখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদি। যিনি ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘মুহাম্মদ’, ‘দ্য ফাদার’, ‘কালার অব প্যারাডাইজ’র মতো চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। এ ছাড়া চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ানও মাস্টারক্লাসে অংশ নেবেন।

উল্লেখ্য, চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন এই ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১৯৯২ সাল থেকে এটি অনুষ্ঠিত হচ্ছে নিয়মিতভাবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-স্লোগান সামনে রেখে উৎসবটির আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। আসন্ন ২২তম আসরে ৭৫টি দেশের প্রায় ২৫০টি সিনেমা অংশ নেবে বলে জানা গেছে।

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’