হোম > বিনোদন > গান

জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। তিনি এখন যুক্তরাষ্ট্রে সংগীত সফরে রয়েছেন। সেখানে জেমসকে নিয়ে কনসার্টের আয়োজকেরা জানিয়েছেন, ফিলাডেলফিয়ার কনসার্টের টিকিট বিক্রির টাকা থেকে অংশবিশেষ দেওয়া হবে এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে।

গত মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছেন জেমস। ২৫ জুলাই ফিলাডেলফিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করবেন তিনি। ‘নগর বাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের ওই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ দেওয়া হবে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমরা শোকাহত। আমরা তাদের পাশে আছি। নগর বাউল জেমস লাইভ ইন ফিলি কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’

এদিকে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে নগর বাউল জেমসের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন; তাঁদের জন্য আমাদের প্রার্থনা। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন

আলিয়ঁস ফ্রঁসেজে আজ সন্ধ্যায় ‘দ্য ট্র্যাডিশন অব মেলোডি’