টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সঙ্গীতশিল্পী টেলর সুইফটের শর্টফিল্ম ‘অল টু ওয়েল’। সিনেমাটি টেলর পরিচালনা করেছেন। জানালেন, ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্যে সিনেমা পরিচালনা করার কথাও ভাবছেন তিনি।
চলচ্চিত্র উৎসবের সন্ধ্যায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছিল টেলরের সিনেমা নির্মাণের পেছনের গল্প নিয়েই। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন টেলর নিজে। পরিচালনা, প্রযোজনাতেও তিনি। শুধু তা-ই নয়, সিনেমাটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করতেও দেখা গেছে।
সঞ্চালক ক্যামেরুন বেইলি জিজ্ঞাস করেছিলেন, টেলর কি এ বার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করতে আগ্রহী হবেন? জবাবে টেলর জানান, যদি তেমন গল্প হয়, কেন নয়! টেলর বলেন, ‘আমি ধীরে ধীরে এগোতে চাই। তবে মনে করি এমন একটা জায়গায় আমি পৌঁছতে পেরেছি যে, এতটা সাবধানী না হয়ে আর একটু বড়সড় পদক্ষেপ করতেই পারি। আর সেটা অবশ্যই একটা পূর্ণদৈর্ঘ্যে সিনেমা তৈরি করা। আমি আমার মতো করে গল্প বলতে ভালবাসি। তাই ভাল সুযোগের অপেক্ষা মাত্র।’
‘অল টু ওয়েল’ তৈরির অনুপ্রেরণা প্রসঙ্গেও কথা বলেন গায়িকা। তিনি বলেন, ‘‘সত্তরের দশকে আমরা যখন রোমান্টিক সিনেমাগুলো দেখতে শুরু করেছি, সেখানে দুটি চরিত্র এত সুন্দরভাবে, ঘনিষ্ঠভাবে একসঙ্গে বোনা হত! যেমন ধরুন ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘লাভ স্টোরি’, ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ সিনেমাগুলো। এই সিনেমাগুলো এখনো মাথা থেকে যায় না। সেই একই অভিজ্ঞতা মানুষকে দিতে চাই।”