হোম > বিনোদন > হলিউড

ট্রেলারেই চমকে যাবেন ম্যাট্রিক্সভক্তরা

আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।

নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়